ভালোবাসলে কি সত্যিই নিজের পছন্দের আর ভালো লাগার জায়গায় ভাটা পরে? কখনোই না। তাহলে সেই সম্পর্কে মনের মিল নেই।আর এমন সম্পর্কে ভাটা পরে চোখের পলকে। তারপর এক সময় ... ধীরে ধীরে একসময় এই মায়ার জাল বন্ধুত্ব থেকে সৃষ্টি হওয়া প্রেমের সম্পর্কটাকেও বিষিয়ে তোলে যার শেষ হয় ঘৃণা আর বিদ্বেষ দিয়ে। আর এভাবে অপমৃত্যু ঘটে ... আমরা যে কেউ যেকোনো সময় কাওকে ভালোবাসতে পারি কিন্তু একবার ভেবে দেখা উচিত যাতে আবেগের অবক্ষয় না হয়, যাতে মোহগ্রস্ত হয়ে নিজেকে গভীর সমুদ্রে হারিয়ে না ফেলি। “তুমি প্রিন্স .... একটু ঘুরে আসি প্রাচ্যের অক্সফোর্ড থেকে ... সকল ফুটপ্রিন্টারকে তাদের সাইটের প্রোফাইলে তাদের জাতীয় পরিচয়পত্র সাবমিট করার অনুরোধ করছি।
link==>https://youtu.be/OMDL98WVGzkকিন্তু সংস্কৃতির নামে অপসংস্কৃতি যে, হলুদ শাড়ি/জামা পরিধান করে স্কুল,কলেজ,ভার্সিটি, পার্ক, রাস্তায় ইত্যাদি জায়গায় ঘুরে বেড়ানো তা কোত্থেকে আনয়ন করতেছি বা কোন ফায়দার উদ্দ্যেশে করতেছি???? তা কি খেয়াল করেছি?? #প্রথম কথা হলঃ আমি #Muslim তা কি ভুলে গেছি আমরা?? ভাই ও বোনরা আমাদের কিসে ইসলাম থেকে বিমুখতা সৃষ্টি করছে?? কিসের চাহিদায় আজ ইসলামী বিধানকে অমান্য করে পার্ক, রাস্তায় বেপর্দা করে ঘুরে ঘুরে পরিবেশকে অশ্লীলতা দিকে ধাবিত করতেছ?? বেগানা পুরুষের টান/বেগানা নারির টান?? আল্লাহ সুবহানওয়াতায়ালা বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন যে একটি মানুষ ... আমরা কি পারিনা আজ এই মুহুর্তে থেকে তওবা করে আল্লাহ ও রাসূলের পথে চলব--- #ইনশাআল্লাহ। আমরা কি মানুষের মত বেঁচে আছি?কি করে এত অন্যায় সহ্য করছি বলু্ন তো ...\আমি ভাবি এটাই কি আমাদের দেশ না?এটাই তো আমাদের বাংলাদেশ যেখানে একটি দশ বছরের মেয়ে আত্নহত্যা করে ভাত না খেতে পাওয়ার অভিমানে।এই সেই দেশ যেখানে মা তার সদ্য জন্মানো শিশুটিকে মাত্র ২ হাজার টাকায় পেটের দায়ে বিক্রি করে দেয়।এই সেই দেশ যেখানে চার বছর থেকে শুরু করে নব্বই বছরের ক্ষুধার্ত ভিখিরীরা দুয়ারে দুয়ারে রাস্তায় ... বসানো হবে,আলবদর প্রধান মন্ত্রী হয়ে গাড়িতে পতাকা নিয়ে ঘুরে বেড়াবে.....আর আমরা তাকিয়ে দেখবো...... ভাই ছোট্ট একটা প্রশ্ন এতো কিছু দেখে বুকে একটু আগুন জ্বলেনা,কিছু করতে ইচ্ছা হয়না??পারিনা আমরা একটুখানি দেশটাকে সুন্দর করতে????পারিনা ওই অবংশধারীদের কানে ধরে গদি থেকে নামিয়ে জিজ্ঞেস করতে “"কার টাকায় খায়া ফুর্তি করো আন্টি"?
No comments:
Post a Comment